বিশ্বনাথে লিডিং ইউনিভার্সিটির সমাবর্তন

তরণ প্রজন্ম বাংলাদেশের পরিবর্তন করবে : ড. কাজী খলিকুজ্জামান আহমেদ

photo1বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে গতকাল সোমবার পল্লীগাঁয়ের রাগীবনগর গ্রামে প্রতিষ্ঠিত লিডিং ইউনিভার্সিটির ২য় সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও লিডিং ইউনিভার্সিটির চান্সেলর মো. আব্দুল হামিদ এর মনোনিত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ। তাঁর বক্তব্যে বলেছেন, অন্যের চিন্তা ধারন করি না। প্রতিযোগিতা করি অন্যকে পেছনে ফেলার। এসব চিন্তা না করে বড় করে চিন্তা করতে হবে। তাহলে এগিয়ে যেতে পারব। ডিগ্রীপ্রাপ্তদের উদ্দেশ্যে ড. খলিকুজামান আহমেদ বলেন, যতদিন যে কাজ করবে অঙ্গিকার নিয়ে কাজ করবে। তরুণ প্রজন্মের প্রতি আস্থাশীল তারা বাংলাদেশ কে পরিবর্তন করতে পারবে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্ঠা প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. কিসমাতুল আহসান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. রাগীব আলী, ড. তোফায়েল আহমদ, ড. মোস্তাক আহমদ, নূরুল ইসলাম, সরদার, এস.এম. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. শাহ আলম। শিক্ষার্থী, অভিভাবক, সরকারী, বে-সরকারী ও প্রশাসনের উচ্চপ্রদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন