মূমুর্ষ রোগী বহনকারী গাড়িও রেহাই পায়নি : ২ ঘন্টা যান চলাচল বন্ধ : মানুষের দুর্ভোগ
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কে সিএনজি শ্রমিকদের কোন্দলের জের ধরে কুর্শি সড়কের উপর গাছ ফেলে প্রায় ২ ঘন্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। মূমুর্ষ রোগী বহনকারী গাড়িও রেহাই পায়নি আন্দোলনকারীদের হাত থেকে। শত শত মানুষ পায়ে হেটে রাস্তা পার হতে দেখা গেছে। নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সাময়িক শান্ত হলেও দুই স্ট্যান্ডের সিএনজি শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানাযায়, গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি স্ট্যান্ডে সিএনজি শ্রমিক সুহেল মিয়া (২৮) কুর্শি স্ট্যান্ডে গাড়ি নিয়ে গেলে কুর্শি স্ট্যান্ডের শ্রমিকরা তাকে মারধর করে গাড়ি ফিরিয়ে দেয়। এখবর আউশকান্দি স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে জানাজানি হলে তারাও কুর্শি স্ট্যান্ডের গাড়ি আটকিয়ে মারধর করে। এ নিয়ে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিকাল আড়াইটার দিকে কুর্শি স্ট্যান্ডের শ্রমিকরা আউশকান্দি-নবীগঞ্জ রোডের উপর গাছের গোড়া ফেলে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়। এসময় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে রাস্তার উপর বেড়িকেট তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উলে¬খ্য, আউশকান্দি ও কুর্শি স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে আদিপত্য বিস্তার ও স্ট্যান্ড দখল ও পাল্টা দখলের ঘটনা নিয়ে দুই এলাকার সিএনজি অঠোরিক্সা শ্রমিকদের মধ্যে বিরুধ চলে আসছে। এ নিয়ে অনেক দিন জনপ্রতিনিধি রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ একাধিকবার বিচার পঞ্চায়েতের মাধ্যমে শেষ করে দেন। কিন্তু কিছু দিন যেতে না যেতেই পুণরায় আবার আন্দোলন শুরু হয়।