দিরাইয়ে ফরমালিন বিরোধী অভিযান
জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধি: পবিত্র রমজান মাসে যেন কেউই ফরমালিন যুক্ত ফল দিয়ে ইফতার না করেন, সে জন্য রবিবার বিকেলে দিরাই উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন দিরাই বাজারের বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে ফরমালিন যুক্ত বেশ কয়েক কেজি আম, আপেল ও টমেটো জব্দ করে নিয়ে আসেন। গতকাল সোমবার তিনি সাংবাদিকদের খবর দিয়ে উপজেলা পরিষদের সামনে সেগুলো ধংশ করেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন, ইউএনও মোহাম্মদ আলতাফ হোসেন ছাড়াও সমাজসেবা অফিসার অসিম সরকার, সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, জে এস দিগন্তসহ স্থানীয় অনেক লোকজন। সে সময় আলতাফ হোসেন বলেন জনগনের সচেতনতাই পারে ফরমালিনকে রুকে দিতে।