দিরাইয়ে দুই ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

jsd-korimpurpic-05-06-14 jsd-sormongolpic-05-06-14জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার দুই ইউনিয়নের বাজেট গতকাল ঘোষিত হয়েছে। ঘোষিত বাজেটে করিমপুর ইউনিয়নের এক কোটি ৪৪ লাখ ও দিরাই সরমঙ্গল ইউনিয়নের এক কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ সালের বাজেট ঘোষণা অনুষ্ঠান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব মন্মথ রায়। পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার, ডাসকো প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী শিল্পী চক্রবর্তী, শরীক প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী মোছাঃ নাছিমা বেগম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছাঃ মজিদা খাতুন, দিপ্তীরাণী দাস, মালতী রাণী দাস, আব্দুল আজিজ, মোঃ আমিনুল হক, মোঃ নজরুল ইসলাম, জহরলাল বর্মণ ও মোঃ আবু তাহের প্রমুখ। বাজেট সভায় সচিব মন্মথ রায় করিমপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ সালের এক কোটি ৪৪ লাখ ১ হাজার ২৭ টাকার বাজেট পেশ করেন।
এদিকে উপজেলার দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ সালের এক কোটি ২৮ লাখ ৭ হাজার ৬৩২ টাকার বাজেট পেশ করেন সচিব শ্যামলী রাণী চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিষদ ভবনে আয়োজিত চেয়ারম্যান এহসান চৌধুরীর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট আলোচনায় বক্তব্য রাখেন পরিষদ সদস্য নিশিকান্ত দাস, শাহাবুদ্দিন, আব্দুল হক, শিউলি চক্রবর্তী, সুজিত তালুকদার, শরীক (স্বাবলম্ভী)-এর শংকর চন্দ্র সরকার, ডাসকোর ম্যানেজার খাইরুল ইসলাম, সৌহার্দ্যের পিন্টু তালুকদার, দি হাঙ্গার প্রজেক্টে-বাংলাদেশ-এর ইউনিয়ন সমন্বয়কারী কৌশিক রঞ্জন দাস ও এএসডির আবুল বসর প্রমুখ।