ধর্মীয় ভাবধারা প্রচারেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব

ইস্কনের রথযাত্রার আলোচনা সভায় মেয়র আরিফ

arif at rotসুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর সমস্ত অনাচার বন্ধ করা উচিৎ। কারন সিলেট একটি আধ্যাতিক নগরী। যদি সমস্ত ধর্মের মানুষেরা ধর্মীয় ভাবধারা যথাযথ ভাবে প্রচার করে তাহলে নগরীতে শান্তি প্রতিষ্টা করা সম্ভব হবে। গতকাল রথযাত্রা উপলক্ষে ইসকন আয়োজিত রথযাত্রার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন, ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ iskon rotদাস ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিকন্দর আলী, সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রকিবুল ইসলাম (ঝলক), সিলেট সিটি ১১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, নবীগঞ্জ ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুগধর্ম দাস, আরও উপস্থিত ছিলেন, ইসনক সিলেট নামহট্টের সাবেক সভাপতি বুদ্ধি গৌর দাস প্রমূখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, ইসকন সিলেট এর ইয়ুথ ফোরামের পরিচালক দেবর্ষি শ্র্রীবাস দাস ব্রহ্মচারী। আলোচনা সভা শেষে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ইসকনের রথযাত্রা র‌্যালীটি শুভ উদ্বোধন করেন। ৭জুলাই উল্টো রথযাত্রা পর্যন্ত ইসকন মন্দিরে বিভিন্ন মনোমুগ্ধকর অনুষ্ঠান মালা এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে।