রাজন হত্যাঃ রায়ের তারিখ ঘোষণা মঙ্গলবার

Razonসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আদালত সূত্র। সোমবার দুপুর থেকে দ্বিতীয় দিনের মত সিলেট মহানগর দায়রা জজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আসামি পক্ষের কৌসুলিরা। রোববার দুপুর থেকে বাদী পক্ষের আইনজীবিদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর আগে বাদী পক্ষের আইনজীবিরা আদালতের নিকট তাদের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেন।
আদালত সূত্রে জানাগেছে, সোমবার সকাল সাড়ে এগারোটায় মামলার ১৩ আসামীর মধ্যে গ্রেফতারকৃত ১১জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। তবে পলাতক আসামী শামীম আহমদ, পলাতক পাভেল ও আটককৃত কামরুলসহ ২ জনের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন না হওয়ায় আলোচিত হত্যা মামলাটির রায়ের তারিখ ঘোষণা করা সম্ভব হয়নি।
মঙ্গলবার পলাতক ২ আসামী ও আটককৃত দুই আসামীর যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিজ্ঞ আদালত রাজন হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ কার হতে পারে।
রাজনের বাবার আইনজীবি অ্যাডভোকেট মাশরুর চৌধুরী শওকত জানান, উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি তর্ক উপস্থাপন শেষে আজ আদালত রায় ঘোষনার তারিখ নির্ধারন করতে পারেন।
রাজনের বাবা শেখ আজিজুর রহমান জানান, আজকে রায় ঘেষণার তারিখ নির্ধারিত হতে পারে। ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
তবে প্রধান আসামী কামরুলের আইনজীবী আলী হায়দার জানিয়েছেন, রায় বিপক্ষে গেলে উচ্চ আদালতে আপীল করবেন তারা। উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাওয়ে চুরির অপবাদে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।