ভক্তদের সঙ্গে ন্যান্সির ইফতার
সুরমা টাইমসঃ শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আর এই মাসেই ভক্তদের সঙ্গে ইফতার করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে নতুন একটি অফিসিয়াল ফ্যান পেইজ চালু করেছেন ন্যান্সি। পেইজ চালু করার পরপরই ন্যান্সি ঘোষণা দেন যে, রমজান মাসে চারজন ভক্তের সঙ্গে তিনি ইফতার করবেন। এই চারজন ভক্ত নির্বাচন করা হবে তার নতুন অফিশিয়ার ফ্যান পেইজে লাইক প্রদানকারীদের মধ্যে থেকে।
ভক্তদের সঙ্গে ইফতার করা প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘ভক্তদের সঙ্গে সময় কাটানোর জন্য এটা আয়োজন করেছি। এ পেজটি আমি পরিচালনা করছি ভক্তরা তা সহজেই বুঝতে পারবেন এবং এই পেজ থেকে নিয়মিত আমার সব খবর জানতে পারবেন।’ এই লিংকে ক্লিক করে ন্যান্সির পেজ দেখুন।