অলরাউন্ডার নাটকে সিলেকশন রাউন্ডে নির্বাচিত মুক্তাক্ষরের পিউ

Image-78 copyসুরমা টাইমসঃ টেলিভিশন অনুষ্টান নির্মাতা প্রতিষ্টান ঈশিতা টেলিমিডিয়া ম্যাজিক কিডস্ টিভির জন্য মনি হায়দারের রচনায় ও গোবিন্দ রায় সুমনের পরিচালনায় ১০৪ পর্বের ধারাবাহিক নাটকের জন্য ২দিন ব্যাপী গ্র“মিং পর্ব অনুষ্টিত হয় গত ৮ ও ৯ আগষ্ট, ঈশিতা টেলিমিডিয়া কার্যালয় শমসের নগর রোড মৌলভীবাজারে। এতে প্রায় ২৭জন প্রথম বাচাইয়ের সিলেট বিভাগের শিশুশিল্পীরা অংশগ্রহন করে। গত ৯ আগষ্ট ২০১৪ইং, ৪মিনিটের মনি হায়দারের রচনায় এপ্রিলফুল নাটকে প্রিয়াশ্রী কর পিউ হাছনা হেনা দলে অংশ গ্রহন করে। সবকটি দলের শুটিং শেষে নির্মান কাজে পারফরম্যান্স দেখে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। তবে গ্র“মিংয়ের শিক্ষার্থীদের নিয়ে ৪টি ভাগে চারুলতা, হাছনা হেনা, বেলী, শিউলী দলগুলির পৃথক পৃথক নাটক নির্মান করা হয়। প্রথমেই ১০জনকে নির্বাচিত করার পর অতিরিক্ত আরও ৭জনকে কফ্ট করে নেওয়া হয়। তার মধ্যে প্রিয়াশ্রী কর পিউ ৩য় স্থানে নির্বাচিত হয়। শেষ দিনের অনুষ্টানটি উপস্থাপনায় ছিলেন জালাল উদ্দিন রুমি। চ্যানেল এস এর এমডি নকুল চন্দ্র দাসের উপস্থিতিতে নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়। অলরাউন্ড নাটকের নির্বাচিতরা হলেন, অর্নব, সীমরান, প্রিয়াশ্রী কর পিউ, তন্ময়, তানজিম আহমদ, নিশিতা দাস, ফাহমিদা, আরমান ইসলাম, জারিন, রাফা, অভিজিৎ, নেছার আহমদ, সুমাইয়া ইসলাম, নিশিতা দাস, আমিনুল হক, আহনাব ও সিদরাতুল। মুক্তাক্ষরের আবৃত্তি শিক্ষার্থী প্রিয়াশ্রী কর পিউ দীপ শিখা ফ্রি ক্যাডেট এন্ড হাই স্কুলে ৯ম শ্রেণীর ছাত্রী।