বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নবনির্বাচিত সিলেট জেলা ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের নবনির্বাচিত-দের এক পরিচিত সভা গতকাল ২৮জুন শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর তালতলাস্থ গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আকরাম আলীর পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন, সহকারী কমান্ডার প্রচার হাজী ছাইফুল হোসেন, সহকারী কমান্ডার অর্থ মোঃ আলী আমজদ, সহকারী কমান্ডার সাহিত্য ও সাংস্কৃতিক মোঃ আব্দুল আহাদ, সহকারী কমান্ডার ত্রান ও সমাজকল্যাণ আতিক আহমদ চৌধুরী, সহকারী কমান্ডার ক্রীড়া মোঃ সুরুজ আলী, সহকারী কমান্ডার দপ্তর মোঃ আব্দুল হক, সহকারী কমান্ডার প্রকল্প ও সমবায় নির্মলেন্দু কুমার পাল, সহকারী কমান্ডার শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন মোঃ মিরন মিয়া, কার্যকরী সদস্য সুবেদার আফতাব উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুস সালাম। আরও বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা কমান্ডার খালিক উদ্দিন, কানাইঘাট উপজেলা কমান্ডার নাজমুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা কমান্ডার আকরাম হোসেন, বালাগঞ্জ উপজেলা কমান্ডার মোঃ কামাল, দ: সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, সদর উপজেলা কমান্ডার মোঃ মন্তাজ মিয়া, গোয়াইঘাট উপজেলা কমান্ডার মোঃ আব্দুল হক, গোলাপগঞ্জ উপজেলা কমান্ডার সফিকুর রহমান, বিশ্বনাথ উপজেলা কমান্ডার মোঃ ওয়াহিদ আলী, বিয়ানীবাজার উপজেলা সাংগঠনিক কমান্ডার রফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ রেনু মিয়া।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মহানগর কমান্ড এর সাংগঠনিক কমান্ডার চিত্তরঞ্জন দাস, জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদউদ্দিন আহমদ প্রমূখ। সভাপতির বক্তব্যে সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, আমাদের সবকিছু ভুলে মুক্তিযোদ্ধাদের একত্রে দাঁড়াতে হবে। তাহলেই আমরা ৭১’র মত শক্তি পাবো। এই শক্তি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবে এবং যুদ্ধাপরাধিদের বিচার বাংলার মাটিতে আমাদের এই সরকারই করবে। সভায় জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে থেকে সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে ক্রেস্ট তুলে দেন কমান্ডার খলিল উদ্দিন। বিজ্ঞপ্তি