জাতীয় সঙ্গীতকে বুকে ধারণ করে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে

এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এম.পি

Pic newগতকাল ১১ মে ২০১৫ নগরীর ১০নং ওয়ার্ড কলাপাড়ার ঘাসিটুলায় জালালাবাদ মডেল স্কুল এন্ড কলেজে চেতনায় রণাঙ্গন ’৭১ আয়োজিত এসো মুক্তির গল্প শুনি অনুষ্ঠানের প্রধান অতিথি এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এম.পি বলেন মুক্তিযুদ্ধ ও জাতীয় সঙ্গীতকে বুকে লালন ও ধারণ করে দেশ গড়ার কাজে নিয়েদেরকে নিয়োজিত করে সোনার বাংলার গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন আজও যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদেরকে সঠিক সম্মান জানাতে হবে। তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে আগামীর সোনার বাংলা গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে।

চেতনায় রণাঙ্গন ’৭১-এর সমন্বয়কারী ধ্রুবজ্যোতি দে-র সভাপতিত্বে ও সমন্বয়কারী রকিবুল হাসান রুমনের পরিচালনায় যুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব নিজামউদ্দিন লস্কর। এতে উপস্থিত ছিলেন কবি ও গবেষক সুমনকুমার দাশ, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, জালালাবাদ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মওদুদ আহমদ, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী জাহানারা বেগম মিনু, হাসনাহেনা চৌধুরী, সদর উপজেলা মহিলা লীগের সভানেত্রী হামিদা খান লনি, বিদ্যালয়ের শিক্ষক মশকুর আহমদ, আজিমুল হক, নয়নমণি রায়, পারভীন বেগম, দিদারুল আহমদ পিংকু, লাইলী বেগম, আনোয়ারা বেগম লাকি, মাহমুদুল হাসান মুরাদ ও বিদ্যালয়ের শিক্ষার্থিবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি