জালালাবাদ থানায় ওপেন হাউজ ডে অনুষ্টিত
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার উত্তর এজাজ আহমদ বলেন- পুলিশ জনগণের বন্ধু, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। দেশ থেকে সন্ত্রাস, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ সকল অপকর্ম থেকে দেশেকে বাঁচাতে হবে।
বৃহস্পতিবার জালালাবাদ থানা কর্তৃক মাসিক ওপেন হাউজ ডে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। ওপেন হাউজ ডে জালালাবাদ থানা এসি রাজন কুমার দত্ত এর সভাপতিত্বে ও জালালাবাদ থানা তদন্ত ওসি মনিরুল ইসলাম এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ থানা ওসি গৌছুল আলম।
ওপেন হাউজ ডে উপস্থিত বক্তব্য রাখেন ৮নং কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, ৬নং টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান শহিদ আহমদ, হাটখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন, হাটখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসাহিদ আলী, ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি শেখ মকবুল হোসেন, আম্বরখানা সিএনজি শ্রমিক সেক্রেটারী মরশেদ আলী, মাইটিভির সিলেট জেলা প্রতিনিধি এম আর টুনু তালুকদার, মাই টিভির সিলেট জেলা ক্যামেরাম্যন ও দৈনিক যুগভেরী স্টাফ ক্যামেরাম্যন মো. শাহীন আহমদ, বিজয় টিভি সিলেট জেলা ক্যামেরাম্যন আমির হোসেন সাগর, দৈনিক কাজিরবাজার পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক রেজা রুবেল, পাঠানটুলা এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গাজী প্রমুখ।