সুনামগঞ্জে পৌনে দুই কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করলো বিজিবি
সুনামগঞ্জ প্রতিনিধিঃ প্রায় পৌনে দুই কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করেছে ৮ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ন সদস্যরা। আর্ন্তজাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুর বিজিবি-৮ ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্র জানায়, ১২ নভেম্বর হতে ২৬ জুন পর্যন্ত গত ৮ মাসে জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১২ হাজার ৪৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ এবং ১০ কেজি গাঁজা আটক করে সংশ্লিষ্ট বিওপির দায়িত্বরত বিজিবি সদস্যরা। এসব মাদকদ্রব্য উদ্ধারের সময় তারা ১১ জনকে আটক, ৫ জনকে পলাতক আসামী করে ২শ’৫২টি মামলা দায়ের করেন। এসময় উপস্থিত ছিলেন বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, উপ-অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান খাঁন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা, সহকারি পুলিশ সুপার (দিরাই সার্কেল) গনিউজ্জামান লস্কর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা শাখার পরিদর্শক এমদাদ উল্লাহসহ বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তা । ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি উপ-অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান খাঁন জানান, ধ্বংস করা মাদকদ্রব্যের মূল্য ১ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা।