ক্বীনব্রিজের আলোকসজ্জার উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজের আলোকসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন শুক্রবারঅনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট স্থপতি ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ও গ্রামীণফোনের সিইও ভিভেক সুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।