গভীর রাতে নগরভবনে সুইপারদের ঘেরাও

Sylhet Nogor Bhovonসুরমা টাইমস ডেস্কঃ নিজ সম্প্রদায়ের দুই সদস্যকে পুলিশ আটক করায় সিলেট সিটি করপোরেশনের নগরভবনে অবস্থান নিয়েছে কাষ্ট্রঘরের সুইপাররা। নগর ভবন ঘেরাও করে তার বিক্ষোভ করেছে। মঙ্গলবার রাত ১২ টার দিকে শতাধিক সুইপার কষ্ট্রঘর কলোনী ছেড়ে এসে নগর ভবনে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোতোয়ালি থানা পুলিশ দুই সুইপারকে আটক করে নিয়ে আসে। এতে ক্ষিপ্ত হয়ে সুইপাররা দলে দলে নগর ভবনে এসে অবস্থান নেয়। নগরভবনের এক কর্মচারি তাদের লোকদের পুলিশে ধরিয়ে দিয়েছে। যে কারণে তারা নগর ভবন ঘেরাও করেছে বলে জানা গেছে। মহনগরীর কতোয়ালি থানার বন্দর ফাড়ির ইনচার্জ (এসআই) বিকাশ চন্দ্র দাশ বলেন- গত ২১ জুন কালাখান ও মঙ্গলাবার রাত দশটার দিকে বাপ্পি নামে এক স্ইুপার কে আটক করা হয়। তাদের আটকের খবর জানার পর সুইপার সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুরা অবস্থান নেয় নগরভবনের ভেতর। এ সময় তারা সিটি করপোরেশনের মেয়র, কর্মকর্তা ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। এদিকে কালাখান ও বাপ্পিকে আটকারী এসআই আবুল খায়ের বলেন এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে (মামলা নং ২৬/২১) ।