গোয়াইনঘাটে পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত : পাথর কোয়ারি বন্ধ, লাধিক শ্রমিক বেকার
সুরমা টাইমস ডেস্কঃ গোয়াইনঘাটে পাহাড়ী ঢল আর ভারী বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উপজেলার জাফলং ও বিছনাকান্দি বৃহৎ এ দু‘টি পাথর কোয়রি বন্ধ থাকায় লাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। গত দু‘দিনের টানা বৃষ্টি আর ভরত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বোনা আমন ও বীজতলার ব্যাপক তির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পাথর ব্যবসায়ী ও পাথর বহনকারী যানবাহনের মালিকদের ব্যাপক তির আশংকা রয়েছে। পিয়াইন নদী দিয়ে আসা ঢলে পুর্ব জাফলং ইউনিয়ন‘র আসামপাড়া হাওর, সানকি ভাংগা হাওর, বাউরভাগ হাওরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এদিকে আলীরগাঁও ইউনিয়নের নাইন্দা হাওর, তীতকুল্লি হাওর, বুধিগাঁও হাওর, দাড়াইল হাওর, বার্কিপুর হাওর, সাতাইন হাওরসহ ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। অপরদিকের রুস্তমপুর ইউনিয়নের বেশ কিছু এলাকা ঢলের পানিতে তলিয়ে গেছে। এছাড়া ডৌবাড়ী, লেঙ্গড়া, তোয়াকুল ও নন্দীরগাও ইউনিয়নের নিম্নাঞ্চাল ঢলের পানিতে প্লাবিত হচ্ছে।
গতকাল উপজেলা বিভিন্ন এলাকা পরিদশর্নকালে দেখা যায় জাফলং পিয়াইন নদীতে ডাউকী নদীর ঢলে কোয়ারি বন্ধ রয়েছে। হাজার হাজার নৌকা সারী বদ্ধভাবে নদীর তীরবর্তী এলাকায় শ্রমিকরা বেঁেধ রেখেছেন। নদী ভর্তি পানি থাকায় শ্রমিকরা কাজ করতে না পেরে অলস সময় কাটাচ্ছে। পাহাড়ী ঢলের পানি বৃদ্ধি অব্যাহত থাকলে শ্রমিকেরা বেকার হয়ে পড়বে। এছাড়া দু‘দিন থেকে অব্যাহত বৃষ্টি থাকায় শিা প্রতিষ্ঠানে শিার্থীদের উপস্থিতি অনেকটা কম দেখা গেছে। অফিস আদালতে সরকারী কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থাকলেও সাধারন মানুষের উপস্থিতি ছিলে হাতেগোনা। এ রির্পোট লেখা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।