বালাগঞ্জ তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় সামছুল হক অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আকন্দের সভাপতিতেত্বে এবং সহকারী শিক্ষক আলী আমজাদ ভুইয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাখন মিয়া । সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম তালুকদার, শিক্ষিকা রহিমা খাতুন, সুর্পনা নাথ, বিকাশ চন্দ্র দাস, ভৈরব দেবনাথ, পরিচালনা কমিটির সদস্য প্রভাত চন্দ্র রায়, আব্দুল রাকিব, নীলমনি বিশ্বাস, এমকে আজাদ পনির, হেনা বেগম, সমাজসেবী সাবুল মিয়া, আলীনেওয়াজ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, অভিভাবকদের মধ্যে মো. ফজলুর রহমান ফজলু, আতাউর রহমান, মুক্তাদির মিয়া, মতিন মেম্বার, মাওলানা রহমত আলী, খোরর্শেদ আলম, শাহেনা আক্তার, প্রমুখ । সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত কনে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তানিয়া রাকিব শাম্মী ও গীতা পাঠ করেন শিক্ষিকা সুর্পনা নাথ।