দিনারপুর উচ্চ বিদ্যালয়ে এস.এস. সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও আলোচনা সভা

dinarpur sclউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ,থেকেঃ  নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিনারপুর উচ্চ বিদ্যালয়ে এস.এস. সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমদাদুর রহমান মুকুল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক রোকন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরস্কার বিতরন করেন নবীগঞ্জ বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান, নবীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, দেবপাড়া ইউ/পি আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত চৌধুরী,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফিউল আলম, শাহ গোলাম ইজদানী শামীম,আব্দুল মান্নান। এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামী, শিক্ষক মহসিনুর রহমান, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, সাংবাদিক এম.এ মুহিত, ইউ/পি ছাত্রলীগ সভাপতি আবুল হোসেন লাল, দিনারপুর কলেজের প্রভাষক মোশাররফ মিটু, পরীক্ষার্থী সাইদুল হোসেন, মোশাররফ,শুয়াইব আহমেদ,রহমত মিয়া প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন মাধ্যমিক শিক্ষা ভাল ভাবে শেষ করতে পারলে বিশ্ব বিদ্যালয়ে লেখা পড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া যায়। ভাল ভাবে লেখা পড়া করে জীবনে প্রতিষ্টিত হলে তা শুধু ছাত্র-ছাত্রীদের পিতা মাতার গৌরব নয় বরং তা সমস্থ এলাকা বাসীর গৌরব। এ সময় তিনি আরও বলেন লেখা পড়ার পাশা পাশি খেলা ধুলায় ও গুরুত্ব দিতে হবে। কেননা খেলা ধুলা মন ও শরীর কে সুস্থ রাখে। আর মন ও শরীর সুস্থ্য থাকলে ভাল ভাবে লেখা পড়া করা যায়। এ সময় তিনি বিদ্যালয়ে অনুদান দেওয়ার ঘোষনা দেন। আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন।