৩ নম্বর সতর্ক সংকেত
সুরমা টাইমস ডেস্কঃ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘ মালা সৃষ্টি হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার রাতে অধিদপ্তরের আবহাওয়া বুলেটিনে সংকেত জারির বিষয়টি জানানো হয়। বুলেটিনে বলা হয়, গভীর সঞ্চালনশীল মেঘ মালার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।