সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের ওপর ‘গুলি’

High-Court-2সুরমা টাইমস ডেস্কঃ সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে বিক্ষোভকালে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের ওপর গুলি চালিয়েছে সরকার সমর্থিত সম্মিলিত আই্নজীবী সমন্বয়ক পরিষদের আইনজীবীরা। শুধু তাই নয় তাদের বিক্ষোভের মাইক নিয়ে টানাটানিও করেছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি আবেদ রেজা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে দু’পক্ষের বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানান আবেদ রেজা।
তিনি অভিযোগ করেন, বার ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতাদের বিক্ষোভ চলাকালে সম্মিলিত আইনজীবী সমন্বয়ক পরিষদের মুখোমুখি হয়। এতে তারা মাইক নিয়ে টানাহেঁচড়া শুরু করে। এ সময় সরকার সমর্থিত আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবীদের ওপর গুলি ছুঁড়ে। তবে গুলির অভিযোগ উঠলেও এতে কেউ হতাহত হননি।
এ ঘটনার পরপরই কোর্ট প্রাঙ্গণে পুনরায় বিক্ষোভ মিছিল করে তার প্রতিবাদ জানায় জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতারা। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে তুমুল আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন।
এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বাংলামেইলকে বলেন, ‘গুলির কোনো ঘটনা আমার জানা নেই। তবে আমরা সুপ্রিম কোর্টে হরতাল-অবরোধের বিপক্ষে মিছিল সমাবেশ করেছি এবং আরো করবো। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল সমাবেশ করার সময় মাইক ব্যবহারের অনুমতি নেই।’ এ ব্যাপারে আদালতের এরকম একটি রায়ও আছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গতকাল সোমবার সুপ্রিমকোর্ট চত্বরে বিএনপি-জামায়াত ও আওয়ামীপন্থি আইনজীবীদের হরতালের পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালনের সময় হাতাহাতি ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে।