কানাইঘাটে হামলায় মহিলা-শিশুসহ আহত ৭ : ১১জনের বিরুদ্ধে মামলা
আলীম উদ্দিনঃ সিলেটের কানাইঘাট পৌর এলাকায় প্রতিপক্ষের হামলায় মহিলা-শিশুসহ ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ১১জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ভোরে পৌরশহরের ঢালাইচরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক আলীম উদ্দিনের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। ডালাইচরের মৃত আখলাকুল আন্বিয়ার স্ত্রী ফাতিমা বেগম বাদী হয়ে এ মামলা করেন। মামলার আসামীরা হচ্ছেন, কানাইঘাট পৌরশহর ঢালাইচরের নাছির আহমদ, এনামুল হক ও শাহাব উদ্দিন, উপজেলার চটিগ্রামের শাহজাহান কবির, বীরদল গ্রামের এবাদুর রহমান, বীরদল ছোফৌদের হুসেইন আহমদ, আলমগী হোসেন, মিছবাহুল আলম ও সিরাজুল ইসলাম, বিষ্ণুপুরের খলিলুর রহমান এবং বীরদল ভাড়ারিফৌদের সাহেদ আহমদ ।
জানা গেছে, কানাইঘাট পৌরশহরের ঢালাইচর গ্রামের বাসিন্দা এম.ফিল গবেষক আলীম উদ্দিনের বাড়ির ভুমি নিয়ে উপজেলার চটিগ্রামের শাহজাহার কবিরের সাথে মামলা মোকদ্দমা চলে আসছিল। বাড়ির দখল নিতে আলমগীর কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হন। বুধবার ভোরে বাড়ির লোকজন ঘুমন্ত থাকাবস্থায় আলমগীর ও তার লোকজন হামলা চালান । হামলায় শিশু ও নারীসহ ৭জন আহত হন। আহতরা হচ্ছেন, হাফিজ মো. নিজাম উদ্দিন (৩০), ফাতিমা বেগম (২৮), আমিনা বেগম (৪০), ফরিদা বিবি (৪০) ,আনিছুর রহমান(৪৫),নাইমা জান্নাত ফেরদৌস (৭) ও আশরাফুল আম্বিয়া (৬)। আহদের মধ্যে প্রথমোক্ত ৫জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও শেষোক্ত উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ফাতেমা বেগম তার আত্মীয় জনৈক শরীফ এর মাধ্যমে কানাইঘাট থানায় ওই ১১জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন । কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল চৌধূরী মামলার সত্যতা স্বীকার করেছেন।