অপসংস্কৃতি প্রতিরোধে ‘মাসিক বিপ্লব’ যোগান্তকারী ভূমিকা পালন করবে : সেলিম আউয়াল

monthly biplobকেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সাধারন সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর সহকারী সম্পাদক গল্পকার সেলিম আউয়াল তিনি বলেন, অপসংস্কৃতির প্রতিরোধে ‘মাসিক বিপ্লব’ যোগান্তকারী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, সুন্দর সমাজ বিনির্মানে প্রকাশনার ভূমিকা অপরিসীম, তাই সংশ্লিষ্ট সকলকে সত্যিকার সামাজিক বিপ্লব প্রতিষ্টায় এগিয়ে আসতে হবে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ৮২৮তম সাপ্তাহিক সাহিত্য আসরে মু. আব্দুল কাদির জীবন সম্পাদিত‘ মাসিক বিপ্লব’র মোড়ক উম্মোচন করছেন প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১৯জুন বৃহস্পতিবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক কবি ও গভেষক সৈয়দ মবনুর সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব, শাহাদাত হোসেন চৌধুরী, প্রভাষক সাইদুর রহমান, কবি মুহিত চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গভেষক রুহুল কবির, তাওহিদী সাহিত্য পরিষদের সভাপতি মাওলানা আবুযর, মাসিক বিপ্লব এর সম্পাদক তাওহিদী সাহিত্য পরিষদের সেক্রেটারী মু. আব্দুল কাদির জীবন, মামুন হোসেন বেলাল, আবুল হাসনাত, কামাল আহমদ, মাসিক বিপ্লব’র ব্যবস্থাপনা সম্পাদক আশরাফুল ইসলাম, নির্বহী সম্পাদক আহমদ আলী আরিফ, বার্তা সম্পাদক এনামুল হক, সম্পাদনা সহযোগী মাসকুর আহমদ তোয়াহিদ, সৈয়দ কামরুল ইসলাম, জাহেদ হোসেন, সাঈদ শাহীন, আহসান হাবিব রানা, সৈয়দ মুক্তাদা হামিদ, সাংবাদিক আমির হোসেন সাগর, মাহমুদ পারভেজ, রাফিদুল ইসলাম চৌধুরী, শাহ মিজান ইবনে আজিজ, সালেহ মুরাদ, ফয়জুর রহমান, কবির আশরাফ, বাহা উদ্দিন বাহার প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি