সিলেট জেলা (দক্ষিণ) জামায়াতের উপজেলা আমীর সম্মেলন
প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে দায়িত্বশীলদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে
——-জেলা দক্ষিণ জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের উপজেলা আমীর সম্মেলন গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেক্রেটারী মুক্তিযোদ্ধা মতিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ। কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল বাছিত, হাকিম নাজিম উদ্দিন, মোঃ ফজলুর রহমান, অধ্যক্ষ হাশমত উল্লাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, মোঃ সুলায়মান আলী। উপজেলা আমীরদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা থানা আমীর মাষ্টার আব্দুল কুদ্দুছ, বিয়ানীবাজার উপজেলা আমীর মাওলানা ফয়জুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা আমীর আব্দুল কাইয়ুম, ওসমানীনগর থানা আমীর সাজিদ মোহাম্মদ, বালাগঞ্জ থানা আমীর আব্দুস সাত্তার, গোলাপগঞ্জ পৌরসভা আমীর সৈয়দ নাসির উদ্দিন, বিয়ানীবাজার পৌরসভা আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা নায়েবে আব্দুল আজিজ জামাল, বিয়ানীবাজার পৌরসভা আমীর মাওলানা মোস্তফা উদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সিলেটের প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছাতে দাওয়াতী কাজ বৃদ্ধি, কর্মীদের সঠিক তদারকির মাধ্যমে তাদের সার্বিক মানের উন্নয়ন, সংগঠন সম্প্রসারণ ও মজবুতিকরণের মাধ্যমে সিলেট জেলাকে জামায়াতের মজবুত ঘাটি হিসেবে গড়ে তুলতে দায়িত্বশীলদেরকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। সকল জুলুম-নির্যাতনকে উপেক্ষা করে সিলেটের আপামর জনসাধারণের সুখে-দুঃখে পাশে থাকার জন্য জামায়াত দায়িত্বশীলদের আহবান জানান।