ছাতকে ভারতীয় মদসহ দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার : ছাতকে পরিত্যক্ত অবস্থায় ১৭রাউন্ড গুলি উদ্ধার
ছাতক প্রতিনিধিঃ ছাতকে ভারতীয় মদসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে ২৬বোতল অফিসার চয়েজ মদসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রামের মৃত মনু মিয়ার পুত্র সমর আলী (৪৫) ও পৌর শহরের পূর্ব নোয়ারাই গ্রামের মৃত সমুজ আলীর পুত্র হেলাল মিয়া (১৮)। গোপন সংবাদের ভিত্তিতে এসআই অমিতাভ দাস তালুকদারও এএসআই সামছুল আরেফিন এক অভিযান চালিয়ে মদ বিক্রিকালে হাতেনাতে তাদেরকে গ্রেফতার করেন। এদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত সমর আলী অপর একটি মামলার পলাতক আসামী। গতকাল সোমবার সকালে তাদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।এদিকে রোববার রাতে পেপার মিল রাস্তা সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। । জানা যায়, ছাতক থানার এসআই গোলাম মোস্তফা ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ৩০৩ পিস্তলের ১৭রাউন্ড গুলি উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অসাধুচক্র পালিয়ে যেতে সক্ষম হয়।