লন্ডন মহানগর যুবলীগের সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর ৬ দফা ছিল ৭কোটি মানুষের মুক্তির সনদ- আলতাফুর রহমান মোজাহিদ
লন্ডন প্রতিনিধিঃ লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ বলেছেন বঙ্গবন্ধুর ৬ দফা ছিল ৭কোটি মানুষের মুক্তির সনদ। ৬দফার দাবীর প্রেক্ষিতেই তরান্নিত হয় মুক্তিযুদ্ধ এবং জন্ম হয় একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। তিনি গত ১০ জুন মঙ্গলবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলি বলেন। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আলী। সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কুতুব উদ্দিন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের কান্ডারী অন্যতম যুবনেতা আবুল কালাম মিসলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ সাদেক আহমদ, আইন বিষয়ক সম্পাদক ফজলুল হক এনাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, প্রবাস বিষয়ক সম্পাদক ইউসুফ কামালী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগ নেতা বদরুজ্জামান শামীম, শামীম আহমদ, বাবুল খান, আব্দুল বাছিত, কামরুল ইসলাম, আকিক খান, লন্ডন মহানগর যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মিসবাউজ্জামান মাসুম, মো: নাজমুল হোসেন, মো: রইছ উদ্দিন, দ্বীন ইসলাম সৌরভ, মো: আব্দুস সালাম, মো: মোস্তফা কামাল, মুজিবুর রহমান, কাওছার আহমদ, তানভীর খাঁন, অনিমেষ চক্রবর্তী ও মো: জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা পাকিস্তানী দু:শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ৬দফা দাবীর পটভূমি তুলে ধরে আলোচনা করেন এবং তৎকালিন সময়ে বাঙালীর অবিসংবাদিত নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সমগ্র জাতির আন্দোলন ও ধাপে ধাপে বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয়ায় বঙ্গবন্ধুর কৃতিত্ব তুলে ধরেন। সভায় বক্তারা ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।