দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকে নতুন কমিটি অভিষেক সম্পন্ন

শিক্ষার উন্নয়ন ও দারিদ্র বিমোচনে আসামান্য অবদান রাখছে দশঘর প্রগতি ট্রাষ্ট – রুশনারা

Dasgor-trust-ukলন্ডন থেকে কয়েস আলীঃ শ্যাডো এডুকেশন মিনিষ্টার রুশনারা আলী বলেছেন বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট এলাকার শিক্ষার মান উন্নয়ন, দারিদ্র বিমোচনে আসামান্য অবদান রেখে যাচ্ছে। তিনি দেশের আর্থ সামাজিক উন্নয়নে ব্রিটেন প্রবাসীরা যে নিরলস ভূমিকা রেখে যাচ্ছেন এর জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকে মত অন্যান্য সংগঠনগুলিও যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যায় তাহলে বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের উন্নয়ন তরান্নিত হবে। তিনি গত ৩রা জুন মঙ্গলবার ইস্ট লন্ডনের ওয়াটার লিলি হলে অত্যান্ত জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকে এর ২০১৪-১৬ সালের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথাগুলি বলেন।

অভিষেক অনুষ্ঠানে ট্রাষ্টের বিগত দিনের সাফলতা ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ট্রাস্টি, কমিউনিটি ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের শীর্ষনেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনীতিবিদ, পেশাজীবি সহ দশঘর ইউনিয়নের খ্যাতিমানবর্গ উপস্থিত ছিলেন। ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী মনির আলী ও এসিস্টেন্ট সেক্রেটারী এম তানবীর আহম্মদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সম্মানীত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বেথনালগ্রীন-বো থেকে নির্বাচিত ব্রিটিশ বাংলাদেশী প্রথম এমপি ও শ্যাডো এডুকেশন মিনিষ্টার রুশনারা আলী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক উদ্দিন আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব ফাতির খান এমবিই, প্রবীন রাজনীতিবিদ আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ারুজ্জামান চৌধুরী, এটিএন বাংলার সিইও হাফিজ আলম বক্স, সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক লন্ডন-বাংলা পত্রিকার সম্পাদক কেএম আবু তাহের চৌধুরী, বাংলা মিরর পত্রিকার এডিটর আব্দুল করিম গনি, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সভাপতি একেএম সেলিম, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি আনহার মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আয়াছ মিয়া, কাউন্সিলর মাহবুবুল আলম মামুন, ট্রাস্টের প্রতিষ্টাতা সভাপতি সাজিদ আলী মেনন, কালেকটিভ স্কুল অব গভর্নেন্স এর চেয়ারম্যান শাহনুর আহমদ খান, জিএমজি এয়ার কার্গোর সত্ত্বাধিকারী মনির আহমদ, বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট রাজনীতিবিদ সিরাজ খান, মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী, নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি লাকী মিয়া, সাবেক কাউন্সিলর আজিজুর রহমান খান, ইন্টারন্যাশনাল অয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আফছর মিয়া ছুটু, সাবেক কাউন্সিলর প্রিন্স সাদিক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নাজ ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব টিপু রহমান, টেলিভিশন উপস্থাপক ফারহান মাসুদ খান, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সাবেক সভাপতি ফয়জুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট নেছাওয়ার আলী, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটি ইউকে এর সভাপতি আব্দুল কুদ্দুছ, বিশ্বনাথ এইডের সভাপতি মিছবাহ উদ্দিন, ব্যবসায়ী হামিদুর চৌধুরী আনোয়ার, কবি শাহ শামীম আহমদ, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাধারন সম্পাদক রবিন পাল, সাবেক সাধারন সম্পাদক তাজির উদ্দিন মান্নান, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের সভাপতি আব্দুস সহিদ চৌধুরী, বার্নেট বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মনির খান, বাউসী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি আব্দুল হান্নান, বিশিষ্ট শিক্ষানুরাগী আজম খান, বিশিষ্ট রাজনীতিবিদ শহীদুল ইসলাম মামুন, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের উপদেষ্টা মাহমুদ হোসেন, আব্দুল গফুর, কয়ছর আলী, সাবেক উপদেষ্টা আব্দুল খালিক, সাহিদ আলী, মোশাহিদ আলী, আশিকুর রহমান, লয়লুছ মিয়া, মনির উদ্দীন মাস্টার, সহ-সভাপতি সাইদুল ইসলাম নানু, সাবেক সহ-সভাপতি কনা আলী, ট্রেজারার আব্দুস সহিদ হারুন, সাবেক সাধারন সম্পাদক আখলাকুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মো: শাহজাহান, সাবেক সাধারন সম্পাদক কামাল আহমদ, ফারুক মিয়া, মুজিবুর রহমান মধু, নেছার আলী লিলু, ইকরা ইন্টারন্যাশনালের আব্দুল হক হাবিব, বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারন সম্পাদক জসিম উদ্দিন সেলিম, তরুণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাছিত বাদশা, তরুণ রাজনীতিবিদ আফজাল হোসেন, খান পড়সি অনাথ তহবিলের প্রতিষ্টাতা আব্দুল বাছির খান, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আসাদুজ্জামান আসাদ, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক ট্রেজারার নেছাওয়ার আলী সমছু, লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি হিরণ মিয়া, বোয়ালজোড় ইউনিয়ন ট্রাস্টের সাধারন সম্পাদক সাজ্জাদ মিয়া, তরুণ সমাজসেবক কদর উদ্দিন, সাবেক কাউন্সিলর পদপ্রার্থী আহবাব মিয়া, সাবেক কাউন্সিলর পদপ্রার্থী সাহার আলী ইমরান, বিশ্বনাথ এইডের সাধারন সম্পাদক আবুল হাসনাত, সাংবাদিক মতিউর রহমান, আব্দুল কাইয়ুম, জাকির হোসেন কয়েছ, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের এসিস্টেন্ট ট্রেজারার সেলিম আহমদ, আলা উদ্দিন, নুরুল ইসলাম তুরন, গিয়াস উদ্দিন তছর, মুকিন মিয়া, তছরুক মিয়া, আব্দুল আহাদ লিলু, আব্দুল হামিদ টিপু, নজরুল ইসলাম, ফরিদ আলী, নুরুল আমিন রুহুল, নাজমুল ইসলাম খান চঞ্চল, কামাল উদ্দিন, মনির আলী (২), শমসের আলী, আহবাব মিয়া, মুস্তাফিজুর রহমান চৌধুরী লিটন, মিটু চৌধুরী, আব্দুস সালাম, আব্দুস সালাম (২), গোলাব মিয়া, জয়নাল আবেদিন, সেলিম রেজা, হাফিজ সামছুল ইসলাম কাওছার, মৌলানা নাজির উদ্দিন, আব্দুল হামিদ, হামিদুর রহমান, ছিদ্দেক আলী, হামদু মিয়া, ফারুক মিয়া (২), নেওয়ার আলী, আব্দুল মালিক ফয়জুল, আতাউর রহমান মালধার, সাজিদুর রহমান, সদরুল ইসলাম, গোলাম মোস্তফা, ফখর উদ্দীন, তরাজ উদ্দিন, ফজরুল হক এনাম, মুহিত মিয়া, আজিম উদ্দীন আজির, আশিকুর রহমান আসকির, চুনু মিয়া, সারফরাজ খান, মিজান আহমদ, বেলাল আহমদ, মনোহর আলী, খিজির আলী, মো: আলী, সম্ছুল ইসলাম, জিতু মিয়া, আব্দুল হক, আব্দুল হক (২), আব্দুল হামিদ (২), এজে লিমন, তৈয়বুর রহমান হুমায়ুন, তাজ উদ্দিন, আব্দুল কাইয়ুম, নুরুল আলী রিপন, কয়েছ উদ্দিন, কবি সাগর রহমান, শাহ আলম, মোশারফ হোসেন, আবু সাইয়ীদ তালুকদার, আব্দুল হামিদ খান সুমেদ, দুদু মিয়া সিকদার, ছানু মিয়া, আবুল লেইছ, মইনুল হোসেন, নুরুর রহমান দেলওয়ার, ফখরুল ইসলাম, তোফায়েল আহমদ আলম, কুদ্দুছ মিয়া, খায়রুল ইসলাম, জাকারিয়া হোসেন সহ সভায় বক্তারা সংগঠনের বর্তমান কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বেশি সাফলতা কামনা করেন।