জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জে ১৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টায় জকিগঞ্জ থানার এস.আই আবুল কাশেম ও এ.এস.আই রাপ্রু মার্মার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের রাড়ীগ্রামের তফজ্জুল আলীর ছেলে মাদক সম্রাট হোসেন আহমদ (৩০) এর বসত ঘর থেকে ১৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট হোসেন আহমদ পালিয়ে যায়। এ বিষয়ে জকিগঞ্জ থানার এস.আই আবুল কাশের বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৭, তারিখ-০৮/০৬/২০১৪ইং।