১৬ বছরের প্রতীক্ষার অবসান

tigersসুরমা টাইমস ডেস্কঃ অবশেষে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডেতেই ৭৯ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান করেন টাইগাররা। নিজেদের ওয়ানডে ইতিহাসে আগে কখনোই এক ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি দেখেনি বাংলাদেশ। আজ মিরপুরে প্রথমবারের মতো এমন কীর্তির সাক্ষী হল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তামিম ইকবাল তাঁর নিন্দুকদের মুখ বন্ধ করে খেললেন ১৩২ রানের দুর্দান্ত এক ইনিংস। নিজেকে ধারাবাহিকতার প্রতীক প্রমাণ করতে মুশফিকুর রহিমও স্কোরবোর্ডে তুললেন ১০৬ রান। দুজনের ১৭৮ রানের যুগলবন্দী ঠাঁই করে নিল ইতিহাসে। সব কীর্তিগাথার মিলিত যোগফলে বাংলাদেশও সংগ্রহটাকে নিয়ে গেল নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ-৩২৯ রানে।
তবে জবাব দিতে নেমে ক্রমেই আতঙ্ক ছড়াতে শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে লড়াইটা জমিয়ে তোলেন অধিনায়ক আজহার আলী ও সরফরাজ আহমেদ। দুজন মিলে ৫৩ রানের জুটি গড়েন। কিন্তু তাদের বেশি দূর এগোতে দেননি আরাফাত সানী। সরফরাজকে (২৪) সাজঘরে ফিরিয়ে এই জুটিকে বিচ্ছিন্ন করেন বাংলাদেশের উদীয় তারকা স্পিনার । এরপর মোহাম্মদ হাফিজ কাটা পড়েন রানআউটে।
দলীয় ৫৯ রানে দুই উইকেট হারানো পাকিস্তানের রানের চাকা সচল রেখে দলকে এগিয়ে নিচ্ছিলেন পাক দলপতি আজহার আলি। তবে, ইনিংসের ২৮তম ওভারে তাসকিনের করা বলে উইকেটের পিছনে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফেরেন ক্রমেই বাংলাদেশের গলার কাঁটা হয়ে উঠা আজহার।
তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৭৩ বলে ৭টি চারে ৭২ রান করেন আজহার। হারিস সোহেলের সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন পাক অধিনায়ক।
তাসকিনের হুঙ্কারে পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন ঘটে। সেট ব্যাটসম্যান হারিস সোহেলকে সাজঘরের পথে ফেরত পাঠান তাসকিন আহমেদ। মাহামুদুল্লাহর তালুবন্দি হওয়ার আগে সোহেল ৬৪ বলে ৫১ রান করেন।
দলীয় ১৭৫ রানের মাথায় পাকিস্তানের চতুর্থ উইকেটের পতনের পর ব্যাটিংয়ের হাল ধরেন পাকিস্তানের হয়ে অভিষিক্ত হওয়া মোহাম্মদ রিজওয়ান। তবে, আরাফাত সানীর আরেকটি শিকারে সাজঘরের পথ ধরেন ফাওয়াদ আলম। সৌম্য সরকারের তালুবন্দি হয়ে আউট হওয়ার আগে তিনি ১৪ রান করেন। একই ওভারে সাদ নাসিমকে কোনো রান করতে না দিয়ে বোল্ড করেন সানী।
আর ৪৬ তম ওভারে শেষ উপকেট নিয়ে বাংলাদেশের ১৬ বছরের প্রতীক্ষার অবশান ঘটান আজকে দলের অধিনায়ক সাকিব।