সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের ভাঙচুর

Ekti kuri duti patar deshসুরমা টাইমস ডেস্কঃ সিলেট সরকারি কলেজে ভাঙচুর করেছে ছাত্রলীগ। ছাত্রদলের আহবানে ছাত্র ধর্মঘট চলাকালে রোববার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান- ধর্মঘটের কারণে শিক্ষকরা প্রেকটিক্যাল পরীক্ষার খাতায় মার্ক দেননি। এ কারণে ১০/১২ জন ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে কলেজের দরজা-জানালা ভাঙচুর করে। এমসি কলেজ ও মদন মোহন কলেজে ধর্মঘটের কারণে পাঠদান বন্ধ রয়েছে বলে ছাত্রদল দাবি করলেও কলেজের DSCF374744শিক্ষকরা বলছেন ধর্মঘট হলেও যথারীতি ক্লাস চলছে।
মার্ক দেওয়ার কারণে ভাঙচুরের কথা অস্বীকার করে সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ আশফাক আহমদ সীমার জানান- প্রেকটিক্যাল চলাকালে অন্য ছাত্রদের ক্লাস কক্ষে ঢুকতে না দেওয়ায় ছাত্রলীগ ভাঙচুর করেছে। তবে প্রেকটিক্যাল ক্লাস পরীক্ষা স্বাভাবিক নিয়মেই চলেছে। সিলেট এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ জানান- ছাত্র ধর্মঘট হলেও যথারীতি ক্লাস চলছে, প্রেকটিক্যাল খাতায়ও শিক্ষকরা মার্ক দিয়েছেন।