ছাত্রলীগের নিপু গ্রুপের শাস্তির দাবিতে পঙ্কজ গ্রুপের মানববন্ধন
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট এমসি কলেজে নিজ দলের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রলীগ। রবিবার দুপুর ১২টায় সিলেট জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি পঙ্কজ গ্রুপের নেতাকর্মীরা জেলার সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে ক্যাম্পাস থেকে নিপু গ্রুপের অস্ত্রধারী ক্যাডারদের গ্রেফতার, শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেনকে প্রত্যাহার ও পঙ্কজ গ্রুপের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়
এমসি কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে রবিবার দুপুর ১২টার দিকে এমসি কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে ছাত্রলীগ পঙ্কজ গ্রুপের নেতাকর্মীরা। এরপর তারা ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। এসময় হিরণ মাহমুদ নিপু গ্রুপের কয়েকজন নেতাকর্মী গনিত বিভাগের সামনে অবস্থান করছিলেন। তবে পুলিশী উপস্থিতির কারণে দুই গ্রুপের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন- এমসি কলেজ ছাত্রলীগ নেতা ছদরুল ও নিরেশের উপর হামলাকারী ক্যাডাররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদেরকে গ্রেফতার না করে পঙ্কজ গ্রুপের নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। পুলিশ একমূখী আচরণ করছে দাবি করে তারা শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেনের অপসারণ দাবি করেন
সমাবেশে হিরণ মাহমুদ নিপু গ্রুপকে উদ্দেশ্য করে বক্তারা বলেন- উদয় সিংহ পলাশের হত্যাকারীরা এখনো প্রকাশ্যে ক্যাম্পাসে অস্ত্রবাজী, সন্ত্রাসী, চাঁদাবাজি ও ছিনতাইর মতো অপরাধ করে যাচ্ছে। তাদের কারণে এমসি কলেজ ক্যাম্পাসে শান্তি ফিরছে না। পলাশ হত্যাকারীদের ফাঁসির দাবি জানান বক্তারা
এদিকে, হিরণ মাহমুদ নিপু গ্রুপের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়ার অভিযোগ করলেও রবিবার পঙ্কজ গ্রুপকেও এমসি কলেজ ছাত্রলীগের ব্যানারে বহিরাগত অছাত্রদের নিয়ে মিছিল করতে দেখা গেছে
মানববন্ধন চলাকালে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও এমসি কলেজের সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক রুহেল তালুকদার ও জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ এর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন টিলাগড়ের ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলা চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, জেলা যুবলীগ নেতা জুনেদ আহমদ, শাহেদ আহমদ, তুহিন আহমদ, এসএম মুন্না, পাপ্পু আহমদ, জামাল আহমদ, শাহীন আহমদ, সিলেট ল’ কলেজ ছাত্রলীগ নেতা রশিদুল ইসলাম রাশেদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা ফয়েজ উল্লাহ, আজিজুর রহমান, রাসেল আহমদ, রুবেল আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কয়সর আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমান সুইট, এমসি কলেজ ছাত্রলীগ নেতা ভুট্টু, গফ্ফার, জুনেদ, গফুর প্রমুখ।