লোকসভার স্পিকার হলেন সুমিত্রা মহাজন

sumitra mohajonসুরমা টাইমসঃ ভারতের ১৬তম লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন মধ্যপ্রদেশের ইন্দোর থেকে আটবার নির্বাচিত বিজেপি সাংসদ সুমিত্রা মহাজন। ১৯৮৯ থেকে ধারাবাহিকভাবে ইন্দোরের প্রতিনিধিত্ব করে আসা সুমিত্রা লোকসভার নারী সদস্যদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রতিনিধিত্ব করছেন।
শুক্রবার স্পিকার পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তিনি। এ যাবৎ কোনো লোকসভা নির্বাচনেই পরাজিত না হওয়া সুমিত্রা স্পিকার পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবেন বলে আগেই ধারণা প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যমগুলো।
২০০২ থেকে ২০০৪ পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন ভারতের ন্যাশনাল ডেমক্রেটিক অ্যালায়েন্স সরকারে তিনি পেট্রলিয়াম, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয় লোকসভার দ্বিতীয় নারী স্পিকার হলেন সুমিত্রা। গত মেয়াদের স্পিকার ছিলেন মীরা কুমার, তিনি ভারতীয় লোকসভার প্রথম নারী স্পিকার ছিলেন। বুধবার ভারতের ১৬তম লোকসভার প্রথম অধিবেশন বসেছিল। ওই অধিবেশনেই স্পিকার হিসেবে সুমিত্রা মহাজনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপি’র নেতৃবৃন্দ।