ডিফেন্স লাইন নিয়ে খুশি ব্রাজিল অধিনায়ক সিলভা

thiago silvaসুরমা টাইমস স্পোর্টসঃ বরাবরই আর্জেন্টিনার চিন্তার কারণ তাদের ডিফেন্স। আগের বিশ্বকাপে ডেমিচেলিসের হাঁসফাস অবস্থা ভুগিয়েছিল মেসিদের। এবারও সেই ডেমিচেলিস দলে ঢুকেছেন। আর ব্রাজিলের ডিফেন্স অতটা দুর্বল না হলেও এই জায়গাটা তাদের চিন্তার কারণ অনেকদিন ধরেই।
তবে ব্রাজিলের এবারের ডিফেন্স লাইন নিয়ে অনেকটাই খুশি অধিনায়ক সিলভা, ‘সব মিলিয়ে আমাদের টিমটা কিন্তু এ বার বাকিদের ভয় পাইয়ে দেওয়ার মতো। বিশেষ করে আমাদের ডিফেন্স। একটা সময় পর্যন্ত ব্রাজিলে ডিফেন্স বলে কিছু ছিল না। কিন্তু এখন ব্রাজিল ডিফেন্স নিয়ে ভালই কথাবার্তা হচ্ছে চার দিকে।’
এই কাফু আবার কয়েক দিন আগে কথা বলে এসেছেন ২০০২-এর বিশ্বজয়ী ব্রাজিল অধিনায়ক কাফুর সঙ্গে। ‘আমি যদি বলি যে ঘরের মাঠে বিশ্বকাপ জেতার কথা ভাবছি না, সম্পূর্ণ মিথ্যে বলা হবে। প্রত্যেক মুহূর্তে সেটা ভাবছি। কিন্তু সবার আগে প্রয়োজন প্রথম ম্যাচটা নিয়ে ভাবা। আমি কাফুর সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, শান্ত থাকতে। বিশ্বকাপ যখন, চাপটা মারাত্মক থাকবে। কিন্তু আমরা তাতে অভ্যস্ত। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একটা টিম যখন নিঃশব্দ ঘাতক হয়ে দাঁড়ায়, অধিনায়কের কাজটা তখন আরও সহজ হয়ে যায়। আমাদের টিমটা তাই।’
পানামার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটা টিভিতে দেখেছেন সিলভা। খেলেননি। বলছেন, ‘প্রথমার্ধটা অত ভাল যায়নি। কিন্তু পরে একটা অন্য ব্রাজিল খেলতে শুরু করল। যারা কমপ্যাক্ট। স্কোলারি বলেছেন, এ বারের টিমটা যেন কমপ্যাক্ট হয়। ফাঁকফোকর যেন না থাকে। আমাদের সেটা দেখতে হবে। টুকটাক চোট-আঘাত থাকা সত্ত্বেও বলছি, যদি আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী গুছিয়ে খেলতে পারি, কাপ জেতা কঠিন হবে না।’