ধর্মান্তরিত মরিয়মের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে না
সুরমা টাইমস রিপোর্টঃ কূটনৈতিক চাপের মুখে ধর্মত্যাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক নারীকে মুক্তি দিচ্ছে সুদানি কর্তৃপক্ষ। মরিয়ম ইব্রাহিম নামের ওই নারী খ্রিস্টান ধর্মাবলম্বী যুক্তরাষ্ট্রের এক নাগরিককে বিয়ে করে ইসলাম ত্যাগ করেন।
সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি আবদেলাহ আল-আজরাকের বরাত দিয়ে রয়টার্স জানায়, ‘দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ায় মরিয়মকে মুক্ত করতে কাজ করছে, ধর্ম ত্যাগ করার জন্য যার মৃত্যুদণ্ড হয়েছিল। শিগগিরই তিনি মুক্তি পাবেন বলে আশা করছি।
গত মাসে ২৭ বছর বয়সী ওই নারীকে মৃত্যুদণ্ড দেয় সুদানের একটি আদালত। ইসলাম ধর্মে ফিরে আসত অস্বীকৃতি জানালে তাকে ওই দণ্ড দেয়া হয়।
আদালতের এ রায়কে কেন্দ্র করে ব্যাপক কূটনৈতিক চাপের মুখে পড়ে খার্তুম। ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানাতে সুদান সরকারের প্রতি আহ্বান জানায় যুক্তরাজ্য।
মৃত্যুদণ্ডের পাশাপাশি একজন খ্রিস্টানকে বিয়ে করায় মরিয়মকে ১১০টি বেত্রাঘাতেরও আদেশ দেয় আদালত। কারাগারে বন্দি অবস্থায় গত সপ্তাহে একটি মেয়ে হয় মরিয়মের। এটা তাদের দ্বিতীয় সন্তান।