মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতিসহ ২৮জনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগর ছাত্রলীগে কোন্দল : ভারপ্রাপ্ত সভাপতিসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা ও লুটপাটের মামলা

Ziaul-Hoque-Zia-_-Mamlaসুরমা টাইমস রিপোর্টঃ ভারপ্রাপ্ত সভাপতির পদকে কেন্দ্র করে সিলেট মহানগর ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দল চরমে হয়ে উঠেছে । মূখোমূখি অবস্থানে রয়েছে দু’গ্র“প। একে অপরের উপর পাল্টা পাল্টি হামলা ও মামলার ঘটনা ঘটেই চলেছে। মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সম্পাদক আশরাফ সিদ্দিকীসহ মহানগর ছাত্রলীগের জ্ঞাত অজ্ঞাত ২৮নেতাকর্মীর বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় মামলা (নং-২৪(৫)১৪) হয়েছে। ছাত্রলীগ কর্মী তাহের আহমদ চৌধুুরী বাদী হয়ে ২৮ মে রাতে এ মামলা করেন। গত ২৪মে শনিবার রাত ৯টায় নগরীর সাগর দিঘীরপারের আলী মঞ্জিলে মহানগর ছাত্রলীগের মহানগর ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বি সহ-সভাপতি শেখ আবুল হাসানাত বুলবুলের অনুসারীদের উপর গুলি ও হামলা চালানোর ঘটনায় এ মামলা করা হয় । মামলায় হামলা গুলিবর্ষন ভাংচুরসহ ৫লাখ ২০হাজার টাকার মালামাল লুটপাটের অভিযোগ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্য আসামীরা হচ্ছেন মহানগর ছাত্রলীগের সহসভাপতি আলী কামাল সুমন, যুগ্ম সাধারন সম্পাদক আবু সুফিয়ান, ছাত্রলীগ নেতা এহিয়া সুমন,বিজিত দাস, তুহিন ও মিলন। মামলায় মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়াসহ এজাহারভুক্ত সকল নেতাকর্মী পলাতক রয়েছেন।
এর আগে২৫মে রোববার মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফদারের বাসায় পাল্টা হামলার চেষ্টার অভিযোগে বুলবুল গ্র“পের ৩কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় মামলা হলে পরদিন সোমবার ওই ৩জন জামিনে মুক্তি পান। এ ঘটনায় বুলবুল গ্র“পের জ্ঞাত অজ্ঞাত ৬ নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা হয়েছে। মামলার পরদিন সোমবার মহানগর চাত্রলীগের কৃসি বিষযক সম্পাদক আব্দুল আলীম তুষার মহানগর সদস্য আমিনুর রিয়াজ মওদুদকে বহিষ্কার করা হয়। তারা অবশ্য এ বহিষ্কারকে মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদকের এখতিয়ার বহির্ভুত দাবি করে তা প্রত্যাখ্যান করেন।  ভারপ্রাপ্ত সভাপতির পদ নিয়ে দু’গ্র“পের মূখোমূখি অবস্থানে সিলেট মহানগর ছাত্রলীগের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।