১৫ বছরের কিশোরীকে ৩৮ জন মিলে গণধর্ষণ
সুরমা টাইমস ডেস্কঃ ৩৮ জন মিলে নির্মমভাবে গণধর্ষণ করেছে ১৫ বছর বয়সী এক কিশোরীকে। এদের মধ্যে ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। দেশটির উত্তরাঞ্চলের কেলান্টান এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মালয়েশিয়ার একটি টেলিভিশন ‘এ্যাস্ট্রো আওয়ানী’ ও জাতীয় দৈনিক ‘টি স্টার’ জানায় গত ২০ মে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।
পুলিশের তদন্তে জানা যায়, চার ঘণ্টা ধরে ওই কিশোরীকে ধর্ষণ করে দুর্বৃত্তরা। সেই সাথে তার ১৭ বছর বয়সী এক বান্ধবীকেও ধর্ষণের আলামত পেয়েছে পুলিশ। জেলা পুলিশের প্রধান আজহাম ওথাম জানান, এ ধর্ষণের ঘটনায় ৩৮ জনের সম্পৃক্ততা রয়েছে। তবে এদের সবাই মাদকাসক্ত আর ওই এলাকাটি মাদকের আঁখড়া বলেও জানা গেছে। পুলিশের ওই কর্মকর্তা ধর্ষণের সময় গ্রামবাসীর ভূমিকা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। সূত্র : আলজাজিরা