জৈন্তাপুরে সাঁতার কাটতে গিয়ে এক যুবক নিখোঁজ

sink in water-deadজৈন্তাপুর সংবাদদাতাঃ জৈন্তাপুরে সাঁতার কাটতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে। নৌ-বাহিনীতে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন হৃদয় (১৭) নামের ওই যুবক। আগামী মাসে প্রশিক্ষণে যোগ দেয়ার কথা। কিন্তু ছোট নদীর প্রখর স্রােতে এক নিমিষেই বিলীন হয়ে গেলো হৃদয়ের পরিবারের স্বপ্ন। হৃদয়ের বাড়িতে এখন শোকের মাতম।
সিলেটের জৈন্তাপুরের নিজপাট কোয়াশিহাটি গ্রামের বাসিন্দা হৃদয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় বন্ধুকে নিয়ে বাড়ির পাশ্ববর্তী ছোটগাঁঙয়ে সাঁতার শিখতে যায়। সাঁতার কাটার এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে রাতে নদী গর্ভে তলিয়ে যায় হৃদয়। খবরটি হৃদয়ের পরিবারের পৌঁছতে যেন আকাশ ভেঙে পড়লো। বিকেল পৌনে ৬টা পর্যন্ত ডুবুরি দল হৃদয়ের কোনো সন্ধান পায়নি।
স্থানীয়রা জানান- একই গ্রামের আমির আলীর ছেলে ফরিদ মিয়াকে সাথে নিয়ে ছোটগাঙ নদীর ভোদাইরভাঙা এলাকায় সাঁতার কাটতে যান হৃদয় দাশ। পানিতে নামার পর স্রোতের বানে তলিয়ে যায় হৃদয়। তাকে উদ্ধারে স্থানীয় লোকজন ব্যর্থ চেষ্টা করেন। খবর দেওয়া হয় সিলেট দমকল বাহিনীর কর্মীদের।
তিন সদস্যের ডুবুরি দলের নেতৃত্বে থাকা ফায়ার ব্রিগেডের নির্দেশক মজনু মিয়া জানান- ছোটগাঙ নদীর প্রায় এক কিলোমিটার অংশে হৃদয়ের সন্ধান চালানো হলেও এখানো খোঁজ মিলেনি।
মজনু মিয়া জানান- বিকেল পৌনে ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হৃদয়ের সন্ধানে ডুবুরিরা কাজ করছে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানান- ছেলেটির নৌ-বাহিনীতে চাকরি হয়েছিল। যে কারলে সাঁতার শিখতে যেয়ে নদীর স্রোতে তলিয়ে যায়। তাকে উদ্ধারে ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।