গোয়াইনঘাটে বজ্রপাতে কিশোর-কিশোরী নিহত : ১৫টি ভেড়ার মৃত্যু
গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাটে বজ্রপাতে দুই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। একই থানায় পনের মিনিটের ব্যবধানে বজ্রপাতে আরও ১৫টি ভেড়ার মৃত্যু হয়েছে। জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টায় গোয়াইনঘাট উপজেলার ডউবাড়ি ইউনিয়নের খলারচড়ি গ্রামের অজির উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (১৮) বজ্রপাতে নিহত হয়। একইসময় উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুয়া হাউর গ্রামের কুদরত উল্লাহর মেয়ে জরিনা বেগমও (১৫) বজ্রপাতে নিহত হয়। এদিকে বিকেল সাড়ে ৫টায় ওই দুই কিশোর-কিশোরী নিহত হওয়ার মাত্র পনের মিনিটের ব্যবধানে একই উপজেলার চিতারাই গ্রামে ১৫টি ভেড়া বজ্রপাতের কবলে পড়ে মারা যায়।