বিশ্বের শক্তিশালী বালক : চমকে উঠল বিশ্ব! (ভিডিও)

herculisসুরমা টাইমস ডেস্কঃ শরীর গঠনের জন্য প্রতিদিন দুই ঘণ্টা চার কেজি ওজনের ডাম্ববেল উত্তোলন করা পূর্ণবয়স্ক মানুষের জন্যই কষ্টসাধ্য। তবে রোমানিয়ান দুই বালক প্রতিদিন দুই ঘণ্টা কঠোর এ ব্যায়াম করতে পারে। এ কারণে ওই দুই বালককে ‘হারকিউলিস’ খেতাবেভূষিত করা হয়েছে। প্রশিক্ষিত ৯ বছরের গিওলিয়ানো স্ট্র ও তার ছোট ভাই ৭ বছরের ক্লাউডিও ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বালক হিসেবে ‘শরীর গঠন’ পরিবারে স্থান করে নিয়েছে। কঠিন সংগ্রাম শেষে ইতালিরফ্লোরেন্সে বসবাসকারী ওই দুই বালকের পরিবার সুন্দর ভবিষ্যৎ ও খ্যাতির জন্য ব্রিটেনে অবস্থান করছে।
দুই বালকের বাবা লুলিয়ান স্ট্র (৩৫) জানান, তার দুই সন্তান শরীর গঠনের জন্য ফ্লোরেন্সে থাকার সময়ে প্রতিদিন সকালে দুই ঘণ্টা কঠোর ব্যায়াম করেছে। সুনাম ও খ্যাতির জন্য তারা এ পরিশ্রম করেছে। তাদের ক্ষুদ্র পেশি দেখতে পূর্ণবয়স্কদের মতো। তারা শারীরিক কসরত ও ভারোত্তোলন করতে পারে। ৯০ ডিগ্রি উল্লম্ব পুশআপ ও মানবপতাকার মতো পোলে গিওলিয়ানো ইতিমধ্যে দুটি বিশ্বরেকর্ড ভেঙেছে। আঠারো মাস বয়স থেকে ক্লাউডিও তার বড় ভাইয়ের কাছ থেকে শারীরিক কসরত শিখতে শুরু করেছে। সেও ইতিমধ্যে অনেক শারীরিক কসরত শিখেছে। তারা দু’জনই চার কেজি ওজনের ডাম্ববেল উত্তোলন করতে পারে। তাদের পেশির গঠন বেশ ভালো হয়েছে। বর্তমানে মি. স্ট্র তার দুই ছেলের সুনাম ও খ্যাতির প্রত্যাশায় যুক্তরাজ্যে অবস্থান করছেন। সূত্র :ডেইলি মেইল।