গোয়াইনঘাটে মাদ্রাসা ছাত্রকে পিঠিয়ে মুক্তিপণ দাবি : গ্রেফতার ১
গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাট উপজেলায় মাদ্রাসাছাত্রকে অমানবিকভাবে পিঠিয়ে চাঁদা ও মুক্তিপণ দাবি করেছে দুর্বিত্তরা। জানা যায় ডৌবাড়ি ইউনিয়নের হাটগ্রাম এলাকার মৃত হাজি রুকন মিয়ায় ছেলে ঢাকা দক্ষিণ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শামীমকে পিঠিয়ে গুরুতর আহত করে মুক্তিপন চাঁদা দাবি করে একই গ্রামের মিসবাহ সহ কয়েকজন। এই ঘটনায় পুলিশ মিসবাহকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মিসবাহ উদ্দিন ডৌবাড়ি ইউনিয়নের হাটগ্রামের মৃত সৈয়দ মিয়ার ছেলে। মঙ্গলবার ভোররাতে গোয়াইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবের নেতৃত্বে পুলিশের এক অভিযানে তাকে নিজ ঘর থেকে গ্রেফতার করা হয়। ।
এসআই হাবিব জানান, হাটগ্রমের মাদ্রাসা ছাত্র শামীম আহমদকে একই গ্রামের মিসবাহ উদ্দিনসহ কয়েকজন পিঠিয়ে গুরুতর আহত করে বন্দি করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রের বড় ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৯।- পরে পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে আসামী গ্রেফতারে পৃথক অভিযান চালায়। মঙ্গলবার ভোররাতে মামলার প্রধান আসামী মিসবাহকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় মিসবাহ ছাড়াও আরও আসামীরা হলেন, মৃত আব্দুল ওয়াহিদের ছেলে বশির উদ্দিন(৪৫), মৃত ফয়জুল হকের ছেলৈ ইমাম উদ্দিন (৩৫) মৃত সইদ মিয়ার ছেলে সোলেমান আহমদ।