বন্দিদশা থেকে মুক্ত সিনাওয়াত্রা
সুরমা টাইমস ডেস্কঃ প্রাক্তন থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে জেল থেকে মুক্তি দিল দেশের জুন্টা সরকার। তাঁকে সেনার হেফাজত থেকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যদিও এখনই সিনাওয়াত্রা পূর্ণ মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। প্রাক্তন থাই প্রধানমন্ত্রীকে আপাতত গৃহবন্দি করে রাখা হবে। মঙ্গলবার সেনা বাহিনীর তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
সরকারি ক্ষমতা অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ইংলাক সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত। এই ঘটনার জেরে দেশে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেওয়ায় দিন কয়েক আগেই অভ্যুত্থানের মাধ্যমে দেশের শাসন ক্ষমতা দখল করেছে দেশের সেনাবাহিনী। সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচা নিজেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। আর ক্ষমতা দখলের পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর দলের একাধিক সরকারকে বন্দি করেছিল দেশের জুন্টা সরকার। সিনাওয়াত্রাকে জেল থেকে মুক্তি দিলেও অন্য নেতাদের মুক্তি নিয়ে সরকারের তরফে এদিন কিছু জানানো হয়নি।