‘২৫ বছর পর ইসরাইলের অস্তিত্ব থাকবে না’

khumeniসুরমা টাইমস ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘আগামী ২৫ বছর পর ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব থাকবে না আল্লাহর ইচ্ছায়। আর এর আগেও ইহুদিবাদীরা মুজাহিদদের বীরত্বপূর্ণ তৎপরতা ও জিহাদি চেতনার কারণে এক মুহূর্তের জন্যেও শান্তি পাবে না।’
বুধবার ইরানের সর্বস্তরের জনগণের এক সমাবেশে তিনি এইসব মন্তব্য করেছেন।
খামেনি আরো বলেন, তার দেশ কেবল পরমাণু বিষয়ে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করেছে এবং কেবল এ বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলবে না। মার্কিন সরকার ইরানের সঙ্গে প্রকাশ্যেই শত্রুতা করছে বলে তিনি উল্লেখ করেন।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এক মার্কিন কর্মকর্তা যখন মুচকি হাসছেন তখন দেশটির অন্য এক কর্মকর্তা ইরানের বিরুদ্ধে সংসদীয় বিল তৈরি করছেন।’
ইসলামী ইরানের ওপর নানা দাবি চাপিয়ে দিতে এবং এই দেশটির ওপর প্রভাব খাটানোর জন্যই মার্কিন সরকার ইরানের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করতে চায় বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।
৬ জাতির সঙ্গে ইরানের পরমাণু বিষয়ে সমঝোতা হওয়ায় আগামী ২৫ বছর পর্যন্ত তেহরান সম্পর্কে তেলআবিবের কোনো উদ্বেগ নেই বলে ইহুদিবাদী ইসরাইলের শাসকগোষ্ঠী যে মন্তব্য করেছে তা নাকচ করে দিয়েছেন ইসলামী এই দেশটির সর্বোচ্চ নেতা।
তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘আগামী ২৫ বছর পর তোমরাই থাকবে না ও ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্বই থাকবে না আল্লাহর ইচ্ছায়। আর এর আগেও ইহুদিবাদীরা মুজাহিদদের বীরত্বপূর্ণ তৎপরতা ও জিহাদি চেতনার কারণে এক মুহূর্তের জন্যেও শান্তি পাবে না।’
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার প্রয়াত ইমাম খামেনি মার্কিন সরকারকে ‘বড় শয়তান’ হিসেবে উল্লেখ করেছিলেন, এ কথা স্মরণ করিয়ে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ‘কেউ কেউ এই বড় শয়তানকে মুক্তির ফেরেশতা হিসেবে তুলে ধরার ওপর জোর দিচ্ছে, কিন্তু ইরানি জাতি এই শয়তানকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে; আর এই শয়তানকে দরজা দিয়ে তাড়িয়ে দেয়ার পর আমরা তাকে আবারও জানালা দিয়ে এখানে ফিরে আসার ও প্রভাব খাটানোর সুযোগ দেব না।’
সূত্র: এপি