ঢাকা-সিলেট মহা সড়কে পৃথক অভিযানে আড়াই লক্ষ টাকা মূল্যের গাঁজা আটক

pic nabiganjউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের সদরঘাটে ১৫ কেজি গাজাঁ সহ প্রাইভেট কার আটক করেছে পুলিশ। অপরদিকে শেরপুর হাইওয়ে ও ফাড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে আরো ৩০ কেজি গাঁজা সহ ২ ব্যক্তিকে প্রাইভেট কার সহ আটক করেছে। পৃথক অভিযানে উদ্বারকৃত গাঁজার মূল্য প্রায় আড়াই লক্ষ হবে বলে জানাগেছে। তবে নবীগঞ্জের সদরঘাটে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানাযায়, ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এ.এস.আই বজলুর রহমান গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মঙ্গলবার ভোর বেলা মহা সড়কের উল্লেখিত স্থানে প্রাইভেট কার চট্টমেটো(গ ১১- ২২৩০)এর চাকা পামচার হলে দাড়ানো অবস্থায় গাড়ীতে তল্লাশী চালিয়ে উল্লেখিত পরিমান গাঁজা উদ্বার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে পুলিশ বাদি হয়ে গাড়ী চালক চুনারুঘাট বড়াইল গ্রামের নুর মিয়ার পুত্র উজ্জ¦ল মিয়া (২৫) ও তার সহযোগী আরো ৩ জন সহ ৪জনের বিরোদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে শেরপুর হাইওয়ে পুলিশ ও হাইওয়ে ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে গতকাল মঙ্গলবার সন্ধায় ঢাকা- সিলেট মহা সড়কের শেরপুর সিএনজি ষ্টেশনের সামনে গোপন সূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেট কার ঢাকামেট্রো (ভ-৬০৭৭) তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ২ জনকে কার সহ আটক করেছে। আটককৃতরা হলো সিলেট জেলার জালালাবাদ থানার লামাকাজি গ্রামের হুশিয়ার আলীর পুত্র আব্দুল বাছিত(২২) ও বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুল মুমিন(২০)।