নবীগঞ্জে ২ সংবাদকর্মীকে হত্যা ও হাত কাটার হুমকি : থানায় জিডি

Humki Pictureউত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের বানী পত্রিকায় গতকাল সোমবার নবীগহ্জের “ইনাতগঞ্জে নারীসহ ঔষধ কোম্পানীর প্রতিনিধি আটক”। এবং অনলাইন নবীগঞ্জ নিউজ ডট কমে “ইনাতগঞ্জে পতিতা নিয়ে ৩ ঔষধ কোম্পানীর প্রতিনিধির ফস্টি-নস্টি” শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সিলেটের ডাক, প্রতিদিনের বানী ও চ্যানেল এস ইউ.কে টেলিভিশনের নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেন ও দৈনিক স্বদেশ বার্তা’র নবীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আশাহীদ আলী(আশা) কে হত্যা, গুম, অপহরণ ও হাত কাটার হুমকি দিয়েছে দুবৃৃত্তরা।

এ ব্যাপারে সাংবাদিক রাকিল হোসেন বাদী হয়ে গতকাল সোমবার জীবনের নিরাপত্তা চেয়ে নবীগঞ্জ থানায সাধারন ডায়েরী (জি,ডি) করেছেন। নবীগঞ্জ থানায় জিডি নং ১৬০। তাং ০৪-০৫-২০১৫। জিডিতে সাংবাদিক রাকিল উল্লেখ করেন, গতকাল সোমবার ৪ মে ২০১৫ ইং তারিখে দৈনিক প্রতিদিনের বানী পত্রিকায় “ইনাতগঞ্জে নারীসহ ঔষধ কোম্পানীর প্রতিনিধি আটক, এলাকায় তোলপাড়” ও সাংবাদিক আশাহীদ আলী আশা কর্তৃক নবীগঞ্জ থেকে প্রকাশিত নবীগঞ্জ নিউজ ডট কমে “ইনাতগঞ্জে পতিতা নিয়ে ৩ ঔষধ কোম্পানীর প্রতিনিধির ফস্টি-নস্টি” শিরোনামে এলাকাবাসীর অভিযোগ ও পুলিশের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশের পর একটি বিশেষ মহলের যোগসাজসে ড্রাগ ইন্টারন্যাশনাল এর ইনাতগঞ্জ প্রতিনিধি এরশাদুল হক (এরশাদ), এরিষ্টোফার্মার ইনাতগঞ্জ প্রতিনিধি আক্তার হোসেন ও এ্যালকো ফার্মার ইনাতগঞ্জ প্রতিনিধি আনিছুর রহমান আনিছ বেপরোয়া হয়ে উঠেন। তারা সাংবাদিক রাকিল ও আশাহীদ আলী আশাকে জড়িয়ে মিথ্যা মামরা দায়ের করার যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমন কি হত্যা করে লাম গুম করা ও হাত কেটে নেয়ার ও তারা প্রকাশ্যে হুমকি দিয়েছে। সাংবাদিক রাকিল এর ইনাতগঞ্জস্থ্য বাসায় অবস্থানরত তার স্ত্রী ও সন্তানকে তারা অপহরণ করারও হুমকি দিয়েছে বলে তিনি জিডিতে উল্লেখ করেন। নিরুপায় হয়ে সাংবাদিক রাকিল ও সাংবাদিক আশাহীদ আলী আশা নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী করেন। এ ব্যাপারে থানার কর্তব্যরত এসআই মোজাম্মেল হোসেন জিডি হওয়ার সত্যতা স্বীকার করেন।