শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-শিক্ষক ও অভিভাবকসহ সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে -নবীগঞ্জে এমপি কেয়া চৌধুরী

nabiganj-Motiur-2 nabiganj-Motiur-3উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের টুকেরবাজার বৈলাকীপুরে হাজ্বী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধাণ অতিথি ছিলেন (হবিগঞ্জ-সিলেট)এর সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলতাব আলীর সভাপত্বিতে এবং মাওঃ মনসুর আহমদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মােহাম্মদ লূৎফুর রহমান। এ সময় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইমুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল করিম । অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরাআন তেলাওয়াত করেন মাওঃ আব্দুল হান্নান ও গীতাপাঠ করেন লিটন দাশ। অনুষ্ঠানে অন্যান্যেও মাঝে উপস্থিত ছিলেন, মতিউর রহমান মুন্না, টুকেরবাজার ব্যবসায়ী সমিতির সম্পাধক ছাদিকুর রহমান, বদরুজ্জামান (শিক্ষক), আমিনুল ইসলাম স্বপন (শিক্ষক), তপু চৌধুরী (শিক্ষক), খুকুমনি পাল (শিক্ষক),নাজমিন সুলতানা (শিক্ষিকা) প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও নিয়মিতভাবে শরীর চর্চার ।