দৈনিক বিবিয়ানার বিরুদ্ধে দায়েরকৃত মানহানীকর অভিযোগের তদন্ত শুরু

SAM_3202 copyনবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতিকে জড়িয়ে দৈনিক বিবিয়ানায় মিথ্যা সংবাদ প্রকাশের দায়ে জেলা প্রশাসকের নিকট দেয়া অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গতকাল দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবে এ বিষয়ে সরেজমিন তদন্ত করেন হবিগঞ্জর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আল মজীদ। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম,নূরুল ইসলাম খেজুর,সহ-সভাপতি আশাহিদ আলী আশা,সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মছদ্দর আলী,সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক এমএ আহমদ আজাদ,এটিএম সালাম,সরওয়ার শিকদার,সেলিম তালকদার,আকিকুর রহমান সেলিম ,সলিল বরন দাশ,

প্রমুখ। উল্লেখ্য,গত ২৯/১২/২০১৩ ইং তারিখের সংখ্যায় দৈনিক বিবিয়ানা ‘নবীগঞ্জ প্রেসক্লাব সেভাপতি নুরুল ইসলাম খেজুরের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে একটি মিথ্যা বানোয়াট ও মানহানীকর সংবাদ প্রকাশ করে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে বিগত ২৩/০১/২০১৪ খ্রিঃ তারিখে নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একটি নিন্দা প্রস্তাব গ্রহন ও পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের নিকট রেজুলেশন পাঠানো হয়। অপরদিকে নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম,নূরুল ইসলাম খেজুর গত ৫ জানুয়ারী জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দেন। বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আল মজীদকে দায়িত্ব দেয়া হয়। হবিগঞ্জের ট্রেজারী শাখায় ১ কার্যদিবস শুনানীর পর গতকাল দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবে সরেজমিন অনুসন্ধান করেন তদন্তকারী কর্মকর্তা সুমনা আল মজীদ।