আবার ফেরার মিশনে মাশরাফি
সুরমা টাইমস স্পোর্টসঃ ইনজুরি আর মাশরাফি শব্দ দুটিকে সমার্থক বললে ভুল হবে না।তবে যতবারই ইনজুরিতে পড়েছেন ম্যাশ ততবারই আবার দ্রুত সেরে উঠেছে।এবার আবার মাশরাফির ফেরার পালা।ওয়ার্ল্ড টুয়েন্টি২০তে নিজেদের শেষ ম্যাচে ইনজুরি আক্রান্ত হওয়া নড়াইল এক্সপ্রেসের সামনে এবার আসন্ন ভারত সিরিজে স্বরূপে ফেরার চ্যালেঞ্জ।সে চ্যালেঞ্জ নিতে অবশ্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা।মঙ্গলবার হোম অব ক্রিকেটে অনুশীলন শেষে তেমনটিই জানালেন দেশসেরা এ পেসার।
ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে নেমে পড়েছে টাইগাররা।মঙ্গলবার দলের অন্য সবার মত মাশরাফিও তাই জিমে বেশি সময় কাটিয়েছেন।আর তারপর এ পেসারের কণ্ঠে পুরনো সুরই শোনা গেছে।সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,চোটে পড়লে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়।তাই অনুশীলনে ফেরার জন্য মানসিক জোরটা বেশি গুরুত্বপূর্ণ।আমার ক্ষেত্রে এসব অবশ্য নতুন কিছু নয়।এখন সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করি।এজন্যই কিছুদিন বিশ্রামের পর আবার লড়াই শুরু করেছি।
শুধু মাশরাফিই নয় পুরো দলের জন্যই ভারত সিরিজ ঘুরে দাঁড়ানোর লড়াই।আর এ লড়াইয়ের ক্ষেত্রে দলের কোনদিকে বেশি ফোকাস করা উচিৎ এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন,সিরিজটা চ্যালেঞ্জিং।তারপরও আমরা আশাবাদী।ম্যাচগুলোতে আমাদেরকে মানসিকভাবে আরোও পরিপক্কতার প্রমাণ দিতে হবে।পৃথিবীর সেরা ব্যাটসম্যান ও বোলাররা ৭০ ভাগ খেলাই খেলে মানসিক শক্তি দিয়ে।ওই জায়গাটায় দলের আরোও বেশি উন্নতি করা প্রয়োজন।আমাদের মধ্যে সাকিবের এ ক্ষমতাটা বেশি।তাই সে বিশ্বের সব জায়গা্য়ই ভাল করছে।
এদিকে,উঠতি ক্রিকেটার তাসকিনকে নিয়ে দেশবাসীর আনেক আশা।এ বিষয়ে মাশরাফির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,ও একজন খুবই প্রমিজিং পেসার।বয়সটা একটু কম।তাই এখনই ওকে নিয়ে বেশি কিছু বলতে চাই না।তবে তাসকিনের ব্যাপারে আমিও আশাবাদী।আমি নিশ্চিত ও অনেক দিন জাতীয় দলকে সার্ভিস দিবে।