মোদি-নওয়াজ বৈঠক : জঙ্গি দমনের আহ্বান

modi-nawaz newsসুরমা টাইমস ডেস্কঃ ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিনই সার্কভুক্ত দেশের নেতাদের সাথে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। এরমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে অনুষ্ঠিত বৈঠকটি ছিলো গুরুত্বপূর্ণ।
এ বৈঠকে নরেন্দ্র মোদি নওয়াজ শরীফকে জঙ্গি দমন ও ২০০৮ সালে মুম্বাই হামলায় দোষীদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান। মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে বৈঠকে নওয়াজ শরীফ বলেছেন, তাদের দুদেশেরই ঐতিহাসিকভাবে বিরাজমান “লিগাসি অব মিসট্রাস্ট” ভুলে গিয়ে শান্তি ও নিরাপত্তার জন্যে কাজ করে যাওয়া উচিৎ।
ভারতের পররাষ্ট্র সচিব সুজতা সিং বলেছেন, নরেন্দ্র মোদি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে অনুষ্ঠিত বৈঠকে সন্ত্রাসবাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।