বিয়ানীবাজারের ‘দু’বোনের ধর্ষকদের রাতেই গ্রেফতার’!

Greftarসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজারে দুই বোন গণধর্ষণের ঘটনায় সোমবার রাতেই আসামীদের গ্রেফতার করা হচ্ছে। এমনটি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা।
তিনি বলেছেন, ‘আসামীদের সনাক্ত করে তাদের গতিবিধির ওপর নজরদারি চলছে।’
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ধর্ষণের ঘটনায় পাঁচজনের নামোল্লেখ করে রোববার রাতেই বিয়ানীবাজার থানায় একটি মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বাদি হয়েছেন ধর্ষিতাদ্বয়ের বাবা।’
তবে, সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মামলায় অভিযুক্ত ধর্ষকদের কাউকে ধরতে পারেনি পুলিশ।
ওসি জানিয়েছেন, আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।
এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের ওসিসিতে ধর্ষিতা দুই বোনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, ‘তাদের মেডিকেল চেকআপ করা হচ্ছে। এরপরই বিস্তারিত জানা যাবে।’
সোমবার সকালে সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা চিকিৎসাধীন দু’বোনকে দেখতে হাসপাতালে ছুটে যান। এছাড়া দুপুরে তিনি ঘটনাস্থলও পরিদর্শন করেন।
ঘটনাস্থল থেকে ফিরে পুলিশ সুপার বলেন, ‘আসামি সনাক্ত করা হয়েছে। তাদের ধরতে পুলিশের কয়েকটি টিম অভিযানে নেমেছে। রাতের মধ্যেই আসামিদের আটকের আশ্বাস দেন তিনি।’
পুলিশ সুপার বলেন, ‘মঙ্গলবার ভিকটিমদ্বয়ের ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের সম্ভাবনা রয়েছে।’
এ ঘটনাটিকে স্পর্শকাতর উল্লেখ করে সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ মহা পরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, ‘এ ব্যাপারে তিনি সার্বিক খোঁজ খবর রাখছেন।’
বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের জয়ফর নগর গ্রামে গত রোববার ভোররাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্যক্তি ও তার স্ত্রীকে বেঁধে তাদের দুই মেয়েকে গণধর্ষণ করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ধর্ষিতদের পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে দুই কিশোরীকে এনে হাসপাতালে ভর্তি করে।’
ধর্ষিতদের বাবা রোববার রাতে পাঁচজনের নামোল্লেখ করে বিয়ানীবাজার থানায় একটি মামলা করেছেন। ধর্ষিতা দুই বোন এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।