শ্রীমঙ্গলে বিনা মুল্যে স্বাস্থ্যসেবা
নুরুল ইসলাম শেফুল, ২৫ মে: রোগীর দ্বারগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার লক্ষে শুরু হয়েছে শ্রীমঙ্গলে যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত এলাকায় বিনামুল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম।২৫ মে রোববার জেলার শ্রীমঙ্গল স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও ফার্মাসিষ্টদের সংগঠন ফারিয়ার সহযোগীতায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জিলাতপুরে গোলাম মোস্তফা রাজা প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক রোগীকে ওষুধ ও ব্যবস্থাপত্র প্রদানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। দিন ব্যাপী চিকিৎসা সেবা দেন শ্রীমঙ্গল সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. বিনেন্দু ভৌমিক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এখন থেকে প্রতি মাসে বিভিন্ন ইউনিয়নের রিমোর্ট এলাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ, ফারিয়া ও স্বাস্থ্য গ্রহীতা ফোরামের উদ্যোগে এ কর্মসূচী বাস্তবায়িত হবে।