শাল্লায় দুপক্ষের সংঘর্ষে আহত ৩
বিপ্লব রায় শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপি এই দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৭.৩০ মিনিটে ঘুঙ্গিয়ারগাঁও বাজারে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার সক্সেগ জড়িত থাকার সন্দেহমূলক পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আহতরা হলেন, ইকবাল মিয়া, উজ্জল মিয়া, রাকিব। জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে শাল্লা কলেজ মাঠে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। তারপর হাতাহাতিকে সৃষ্টি করে দলীয় ভাবে চলে আসে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে। আয়ামীলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা হলে তারা বলেন, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সহসভাপতি জাকির হোসেনের নেতৃত্বে কয়েকজন লোক রাকিব মিয়াকে আটক করে মারধর করে। এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানের সাথে কথা হলে তিনি সংশোধনের জন্য চেষ্টা করছেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।