অঞ্জু বেঁচে থাকবে আজীবন আমাদের হৃদয়ে

Derai pic (1)জুবের সরদার দিগন্ত: বাংলাদেশ বেতারের নিয়মিত সংগীত শিল্পী, বেসরকারী টেলিভিশন চ্যানেল এসের উপস্থাপিকা ও দিরাই শুকুর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অঞ্জু রায়ের স্মরণে গতকাল শুক্রবার দিরাইয়ে র‌্যালী ও শোকসভার আয়োজন করে অনির্বাণ সাংস্কৃতিক সংসদ। সংসদের সভাপতি নারায়ণ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন, অঞ্জু মরে নাই তার অমর কৃর্তি তাকে আজীবন বাঁচিয়ে রাখবে আমাদের হৃদয়ে। সে অল্প বয়সে শিক্ষা সাংসকৃতি ও উপস্থাপনায় বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। সে মওে নাই ডাক্তাররা তাকে হত্যাকরেছে অভিযোগ করে চেয়ারম্যান বলেন, আমি এ বিষয় নিয়ে জেলা ও বিভাগীয় সমন্বয় সভায় কথা বলবো। দিরাই পৌর সভার Derai-picভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিত রায় বলেন, পাশের বাড়ি অঞ্জু ছিল আমার অত্যন্ত আদরের, তার সুললিত কণ্ঠের গান ও উপস্থাপনা কখনো ভূলার নয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে আর ও বক্তব্য রাখেন দিরাই প্রেসকাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সত্তার, দিরাই ডিগ্রি কলেজের ইংরেজি শিক্ষক সন্দিপন দাস, বাংলা বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরদার, সাংবাদিক জিয়াউর রহমান, সাকিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবেন্দ্র সরকার, দিরাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন, শিক্ষক নীরেশ রায়, শিল্পী রায়, স্বাধীন চৌধুরী, মুজাম্মেল হোসেন, হুমায়ুন কবির তালুকদার, সহ অন্তত ৫০ জন বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন।